সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশনসহ তিন দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে দক্ষিণ সুরমা এলাকার সংগঠনের কার্যালয়ে জরুরি সভায় ওই ঘোষণা দেওয়া হয়।
তিন দফা দাবির বাকি দুটি দফা হলো আটক সিএনজিচালিত অটোরিকশা মুক্তি দেওয়া ও পুলিশের হয়রানি বন্ধ করা।
সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়; কিন্তু প্রশাসনের কাছ থেকে কার্যকর সাড়া না পেয়ে ৫ ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় মালিক-শ্রমিক সমাবেশ হয়। সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়; কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য ২৩ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ।
0 Comments